Sunday, January 12, 2025
Homeশিক্ষাঙ্গনশুধুমাত্র সিটি করপোরেশন এরিয়ায় টিকা পাবে ১২ বছরের অধিক শিক্ষার্থীরা

শুধুমাত্র সিটি করপোরেশন এরিয়ায় টিকা পাবে ১২ বছরের অধিক শিক্ষার্থীরা

নবদূত রিপোর্টঃ

চাঁদপুর সার্কিট হাউসে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, সারাদেশে নয়, শুধুমাত্র সিটি করপোরেশন এলাকায় ১২ বছরের অধিক শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার প্রস্তুতি চলছে।

এসময় তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আমাদের আলোচনা চলছে। যাদের বয়স ১২ বছরের বেশি, তাদেরকে একটি টিকা দেওয়ার সুযোগ রয়েছে। সেটিও যে কোনো জায়গায় দেওয়া যাবে না।


আজ রোববার বিকেলে  উপস্থিত  গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা তিনি জানান। 

মন্ত্রী আরও বলেন, হয়তো শুধুমাত্র সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের সেই টিকা দেওয়া সম্ভব হবে। টিকা কখন, কিভাবে দেয়া শুরু করতে পারবো তা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথাবার্তা চলমান বলেও জানান তিনি। 

RELATED ARTICLES

Most Popular