Friday, December 27, 2024
Homeসারাদেশযশোরের অভয়নগরে গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত

বিলাল মাহিনী, যশোর :

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সংবাদিকদের সংবর্ধনা দিয়েছে সাপ্তাহিক সোনালী দিন ও ঘরামিঘর। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে শিল্প শহর নওয়াপাড়ার এলবি টাওয়ারে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত গুনিজনের মধ্যে রয়েছেন, কাজী আহমেদ রফিক টুকু, নিজাম উদ্দিন, মীর সিদ্দিক আলী, গাজী কামরুজ্জামান, মিজানুর রহমান, তৈয়েবুর রহমান, ফিরোজ মাহমুদ, জাহাঙ্গীর আলম, অশোক কুমার, সোলায়মান হোসেন, ইনামুল হক, আলহাজ নাজমুল হক খোকন, এম নাজিম হানিফ প্রমুখ।

সাপ্তাহিক সোনালী দিনের সম্পাদক এইচ এম সিরাজের সভাপতিত্বে এবং এবং নির্বাহী সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় উক্ত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. সন্দীপক মল্লিক। বিশেষ অতিথি ছিলেন মো. সাইফুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অধ্যক্ষ আব্দুল মতলেব সর্দার, শিক্ষক ও সাংবাদিক সুনীল দাস, প্রফেসর জোবায়ের হোসেন, সাংবাদিক মোজাফফর হোসেন, কবি ও সাংবাদিক অধ্যক্ষ খায়রুল বাসার প্রমুখ।

স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে ক্রেস্ট তুলে দেয়া হয় গুনিজনদের মাঝে।

RELATED ARTICLES

Most Popular