Thursday, December 26, 2024
Homeসারাদেশযশোরের দুঃখ ভবদহ সমস্যার সমাধান দাবিতে সংবাদ সম্মেলন

যশোরের দুঃখ ভবদহ সমস্যার সমাধান দাবিতে সংবাদ সম্মেলন

বিলাল মাহিনী, যশোর :

যশোরের দুঃখ খ্যাত ভবদহ বিলের পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের দাবিতে যশোরে সংবাদ সম্মেলন হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন,
অবিলম্বে বিলকপালিয়ায় টিআরএম বাস্তবায়ন, জমি অধিগ্রহণ করে আমডাঙ্গা খাল গভীর ও প্রশস্ত করণ, খালের দুইপাড়ে টেকসই প্রাচীর নির্মাণকরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, মুক্তেশ্বরী-টেকা- হরি- শ্রী নদীতে পড়া পলি অপসারণ, প্রস্তাবিত ৫০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলসহ সকল কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কার্যকর করতে হবে।

একই দাবিতে ২৪ আগস্ট মঙ্গলবার যশোর অস্থায়ী কার্যালয়ে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালীর সভাপেিত্ব সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, নাজিম উদ্দিন, জিল্লিুর রহমান ভিটু, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, কমিটির অন্যতম নেতা গাজী আব্দুল হামিদ প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular