নবদূত রিপোর্টঃ
শিক্ষার্থীদের সুস্থ সুন্দর জীবনের জন্য নিজ বাড়ির আঙিনাসহ শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
ডা. দীপু মনি গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে বলেন, অনেকেই অভিযোগ করেন শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট ফি নেওয়া হচ্ছে। বাস্তবে এমনটি করার কোনো সুযোগ নেই। হয়তো অন্য কোনো বকেয়া সমন্বয় করতে গিয়ে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
তবে কোথাও অসঙ্গতি পাওয়া গেলে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান তিনি।
আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।