Friday, January 24, 2025
Homeসারাদেশপরীক্ষামূলকভাবে ফেরি চালু করার সিদ্ধান্ত শিমুলিয়া-বাংলাবাজার রুটে

পরীক্ষামূলকভাবে ফেরি চালু করার সিদ্ধান্ত শিমুলিয়া-বাংলাবাজার রুটে

নবদূত রিপোর্টঃ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম জানান, ৪৮ দিন বন্ধের পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে আগামী ৪ অক্টোবর থেকে ফেরি চলাচল পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে।


তিনি বলেন বিশেষজ্ঞ টিম শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটটি পরিদর্শন শেষে পদ্মায় স্রোতের গতি ফেরি চলাচল উপযোগী মনে করেছেন। তাই আগামী ৪ অক্টোবর পরীক্ষামূলকভাবে এই নৌরুটে ফেরি চালু করার সিদ্ধান্ত হয়েছে।

বিশেষজ্ঞ টিম বিআইডব্লিউটিসি ক্রেনবোট ধরলা-১৭ করে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন। বাংলাদেশ সেনাবাহিনী, বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির প্রতিনিধি দলের সমন্বয়ে পদ্মাসেতু এলাকা পরিদর্শন করা হয়।

শনিবারের মধ্যে পদ্মা সেতুর ২১ নম্বর খুঁটি বরাবর ১ দশমিক ৫ কিলোমিটার আপে লাল বয়াটি পুনঃস্থাপন করার সিদ্ধান্ত হয়।

RELATED ARTICLES

Most Popular