Thursday, December 26, 2024
Homeস্বাস্থ্যসারাদেশে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২.৪৫ শতাংশ

সারাদেশে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২.৪৫ শতাংশ

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৪১৫ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ২০ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৭৪ জনে।

বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯২৫ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২.৪৫ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৪৩ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

RELATED ARTICLES

Most Popular