Tuesday, January 28, 2025
Homeশিক্ষাপরিবহন ধর্মঘট: দুর্ভোগে ভর্তি পরীক্ষার্থীরা

পরিবহন ধর্মঘট: দুর্ভোগে ভর্তি পরীক্ষার্থীরা

নবদূত রিপোর্ট:

দ্বিতীয় দিনের মত চলা পরিবহন ধর্মঘটের কারণে চরম দুর্ভোগ মাথায় নিয়ে কেন্দ্রে আসতে হচ্ছে ভর্তি পরীক্ষার্থীদের। সড়কের গণপরিবহন না থাকায় অতিরিক্ত ভাড়া এবং ব্যাপক ভোগান্তি পেরিয়ে তাদের পৌঁছাতে হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে।

শনিবার (৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের স্নাতক শ্রেণির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ও বুয়েটের চূড়ান্ত পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা এমনটিই জানান।

পরীক্ষার্থীরা জানান, বাস চলাচল না করায় অনেকেই গ্রাম থেকে ঢাকায় আসতেই পারেনি। আবার যারা আসতে পেরেছে দূর-দূরান্ত থেকে সকালে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে বড় রকমের ঝামেলা পোহাতে হচ্ছে। রিক্সা ভাড়া দিতে হচ্ছে তিন থেকে চার গুন। এমন পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া অত্যন্ত কঠিন বলে জানান তারা।

পরিবহন মালিক ও সরকারের সমন্বয়হীনতার কারণে এমন দুর্ভোগ বলে মনে করছেন শিক্ষার্থীরা।

RELATED ARTICLES

Most Popular