নবদূত রিপোর্ট:
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে পরিবহন ধর্মঘট চললেও পূর্ব নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির চূড়ান্ত পরীক্ষা।
শনিবার প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টা ১২ টা পর্যন্ত যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দ্বিতীয় শিফটের পরীক্ষাও যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমান বলেন, ধর্মঘট চললেও যথাসময়ে পরীক্ষা নিচ্ছে বুয়েট কর্তৃপক্ষ। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ ছিল না। দুই শিফটে সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত ও বিকালে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২০ ও ২১ অক্টোবর চার শিফটে
ভর্তির প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং গত ২৬ অক্টোবর এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। সর্বমোট ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে লড়বেন ৬ হাজার শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৫জন।