Thursday, December 26, 2024
Homeশিক্ষাঙ্গনজাবিতে আইসিবির গ্রাহক সেবা প্রদান

জাবিতে আইসিবির গ্রাহক সেবা প্রদান

ক্যাম্পাস ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গ্রাহক সেবা দিচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। “গ্রাহক বান্ধব আইসিবি, স্বচ্ছতার প্রতিচ্ছবি” এই স্লোগানকে সামনে রেখে এবারের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বুধবার (৮ ডিসেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পাশে বুথ স্থাপন করে এই সেবা দেয়া হয়।

আয়োজকরা জানান, গত ০৫ ডিসেম্বর আইসিবির তিনটি সাবসিডিয়ারি কোম্পানির উদ্যোগে “গ্রাহক সেবা সপ্তাহ-২০২১” উদ্বোধন করা হয়। এর আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রাহক সেবা দেয়া হয়েছে।

সেবা দেয়া প্রতিষ্ঠান তিনটি হলো- আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (আইএসটিসিএল), আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইএএমসিএল)।

উল্লেখ্য ৫ দিন ব্যাপী গ্রাহক সেবা সপ্তাহে স্বাস্থবিধি মেনে আগ্রহী বিনিয়োগকারীদের মধ্যে পুজিবাজার সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

RELATED ARTICLES

Most Popular