ক্যাম্পাস ডেস্ক:
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণিল আলোয় সেজেছে সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাস।
কলেজের মূল ফটক থেকে শুরু করে প্রশাসনিক ভবন, ফারুক চত্বর, শহীদ মিনারসহ দুই পাশের সীমানাপ্রাচীর জুড়ে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। মহান বিজয় দিবসকে বরণ করে নিতেই বাঙলা কলেজে এই বর্ণিল আলোকসজ্জা। লাল, সবুজ, সাদাসহ বিভিন্ন রঙে সেজেছে পুরো ক্যাম্পাস। দলবেঁধে আলোকসজ্জায় ঘেরা রাতের ক্যাম্পাস দেখতে এসে অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থীরা।
আশরাফুল আলম নামের এক শিক্ষার্থী বলেন, ফেসবুকে ক্যাম্পাসের ছবি দেখে আজকে বন্ধুদের নিয়ে সরাসরি দেখতে আসছি। যেহেতু বাংলাদেশের স্বাধীনতার সাথে আমাদের কলেজের ইতিহাস জড়িত সেহেতু একটু অন্যরকম অনুভূতি কাজ করছে।
জিসান আহমেদ নামের আরেক শিক্ষার্থী বলেন,
ক্যাম্পাসের এই আলোকসজ্জা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসব আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আমরা স্বাধীন বলেই প্রাণের ক্যাম্পাস এরকম বর্ণিল সাজে সেজেছে। এ অনুভূতি প্রকাশ করার মত নয়!
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামীকাল কলেজে বিশেষ আলোচনা সভা এবং শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।