নবদূত রিপোর্ট:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ‘বই কিনুন, বই পড়ুন, আলোকিত হোন’ এই স্লোগানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করেছে।
গত শুক্রবার (৭ জানুয়ারি) থেকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ফুলবাড়ীয়া বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে মেলার আয়োজন চলছে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই মেলা।
বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশিত বই ছাড়াও দেশীয় ১৫০ টি প্রকাশনা প্রতিষ্ঠানের বই পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষ্যে ২৫% থেকে ৩০% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বইগুলোতে।
মেলায় আসা জিল্লুর রহমান রিয়াদ নামে একজন পাঠক বলেন, বইমেলার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে আরও বেশি প্রচার হলে তুলনামূলক বেশি সাড়া পাওয়া যেত।
বিক্রেতা রাব্বি হোসাইন শাওন বলেন, বই বিক্রিই মুখ্য উদ্দেশ্য নয় বরং পাঠক আসুক বিভিন্ন বই সম্পর্কে জানুক এটাই মূল উদ্দেশ্য।
ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ দেবজ্যোতি মন্ডল বলেন, শতভাগ আশা পূরণ না হলেও আমরা আশাবাদী পাঠকরা আসলে বই সম্পর্কে জানতে পারবে, পছন্দের অনেক বই-ই পাবে এখানে।