Wednesday, December 25, 2024
Homeশিক্ষাঙ্গনইবির নতুন সহকারী প্রক্টর অধ্যাপক ড. আমজাদ হোসেন

ইবির নতুন সহকারী প্রক্টর অধ্যাপক ড. আমজাদ হোসেন

ক্যাম্পাস ডেস্কঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহকারী প্রক্টর পদে নতুন নিয়োগ পেয়েছেন আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে জানানো হয়, তিনি আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি থেকে নতুন সহকারী প্রক্টর হিসেবে আগামী এক বছররে জন্য দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

নবনিযুক্ত সহকারী প্রক্টর অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আস্থা নিয়ে যে দায়িত্ব অর্পন করেছে, সেটা সঠিকভাবে পালন করার জন্য সকলের সহযোগিতা চাই।

RELATED ARTICLES

Most Popular