শিক্ষা ডেস্কঃ
ঘুমের মধ্যে স্ট্রোক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)
ইসরার উল ইসলাম তূর্য নামের শান্তি ও সংঘর্ষ বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ঢাকার শান্তিবাগে মারা যান। তিনি তিনি ঢাবির (মাস্টার্স) ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। একজন চিকিৎসককে তার বাসায় আনা হলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চত করেন। চিকিৎসক জানায়,সম্ভবত ঘুমের মধ্যে মাইল্ড স্ট্রোক করায় তার মৃত্যু হয়েছে।
শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ বলেন, রাত ১১টার দিকে বিভাগের একজন সহকর্মীর কাছ থেকে জানতে পারি আমাদের এক শিক্ষার্থী ঘুমের মধ্যে মারা গেছেন। তার বাসা ঢাকাতেই। পরে আমাদের বিভাগের শিক্ষকরা তার বাসায় তাকে দেখতে যান।
তার বিভাগের এক সহপাঠী জানায়,ইসরার বিবাহিত ছিলেন।কিছুদিন আগে বিয়ে করেন তিনি।
ইসরার-উল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুরে। তাকে চাঁদপুরের গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানা যায়।