Monday, January 27, 2025
Homeপ্রযুক্তিদেশের প্রযুক্তিখাতের নতুন উদ্যোগ "সেন্ডার ক্লাউড"

দেশের প্রযুক্তিখাতের নতুন উদ্যোগ “সেন্ডার ক্লাউড”

নবদূত রিপোর্ট:

ঢাকা শহরে ডোরস্টেপ পিকআপ ও ডেলিভারি সেবা সহ ‘হাই-স্পিড’ কুরিয়ার চালু করেছে দেশের প্রযুক্তিখাতের নতুন উদ্যোগ “সেন্ডার ক্লাউড”।

২০২১ এর ডিসেম্বরে প্রতিষ্ঠানটি শুধুমাত্র একটি হাব নিয়ে যাত্রা শুরু করে এখন এর সংখ্যা দাড়িয়েছে তিনটিতে। ধানমন্ডি,  মিরপুর ও খিলগাঁও থেকে  ইতিমধ্যে ঢাকা শহরে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে, পাশাপাশি ব্যবসায়ীদের জন্য দ্রুত এবং সুবিধাজনক পরিষেবা প্রদান করার জন্য সারা দেশজুড়ে তাদের কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সৈয়দ জুবায়ের আল নাফি।

তিনি আরো জানান ” কুরিয়ার সার্ভিসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পেমেন্ট সিস্টেম কারন ক্ষুদ্র উদ্যোক্তাদের পেমেন্ট এতে করে অনেক সময় আটকে থাকে এবং তারা বিভিন্ন সমসস্যার সম্মুখীন হন”

তিনি আরো বলেন, “সেন্ডার ক্লাউড নিয়ে এসেছে ডেইলি পেমেন্ট সিস্টেম এতে করে প্রতিদিন ডেলিভারি করার পর রাত বারোটার মধ্যেই সব পেমেন্ট শেষ করার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের টাকা আবার তাদের ব্যবসার কাজে লাগাতে পারে এবং কোন বিড়ম্বনা না পোহাতে হয়”

ঢাকায় ২৪ ঘণ্টায়, ও যেকোন জেলায় ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে পণ্য ডেলিভারির প্রতিশ্রুতি দেয়া হয় সেন্ডার ক্লাউডের পক্ষ থেকে ।

প্রচলিত কুরিয়ার এবং স্মার্ট লজিস্টিক সেবার মধ্যে আমূল পরিবর্তন আনতে চান সৈয়দ জুবায়ের আল নাফি।

দেশের উদীয়মান ই-কমার্স ব্যবসায় গতি আনতে তাৎক্ষণিক তথ্য আদান প্রদানের মাধ্যমে সেন্ডার ক্লাউড মাঠ পর্যায়ের সকল কার্যক্রম প্রযুক্তি ভিত্তিক প্লাটফর্মে পরিচালিত হয় বলে জানান নাফি।

তিনি বলেন, পুরো পরিচলন ব্যবস্থা সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর। যেখানে সবসময়ে পণ্য গ্রাহকের হাতে পৌছানো পর্যন্ত বিভিন্ন ধাপে পর্যবেক্ষন করা হয়। রাজধানী ঢাকায় মূল কাঠামো স্থাপনের পর বন্দর নগরী চট্টগ্রামে ব্যবসা কার্যক্রমে গতি আনতে অবদান রাখতে চায় সেন্ডার ক্লাউড।

ঢাকার নবীন  উদ্যোক্তাদের পণ্য ঢাকার মধ্যে একদিনে ডেলিভারি করার প্রতিশ্রুতি দেন নাফি।

দেশের সকল প্রান্তে ফেইসবুক ভিত্তিক উদ্যোগ গুলোর সাথে সম্পর্ক স্থাপন করে ব্যবসায় প্রগতি লাভ করবে বলে আশা করেন নাফি।

প্রতিষ্ঠার পর থেকে ঢাকাজুড়ে গ্রাহকের দোরগোড়ায় সেবা প্রদান করছে সেন্ডার ক্লাউড। পাশাপাশি, স্মার্ট লগ, স্মার্ট রিটার্ন এবং মার্চেন্ট পেমেন্টের সুবিধাগুলো গ্রাহকের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করছে।

RELATED ARTICLES

Most Popular