Wednesday, December 25, 2024
Homeসারাদেশযশোরে ভূমি অফিস কর্তৃক জব্দকৃত সরকারি গাছ গায়েব

যশোরে ভূমি অফিস কর্তৃক জব্দকৃত সরকারি গাছ গায়েব

নবদূত রিপোর্টঃ

যশোরের অভয়নগর উপজেলার সরকারি জায়গার (ভাগাড়) সিরিষ গাছ কাটার অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, ভূমি অফিস কর্তৃক আটকের পর ভোর রাতে নসিমন যোগে গাছের কাঠ গায়েব হওয়ার খবর পাওয়া গেছে।

যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত নায়েব প্রশান্ত কুমার জানিয়েছেন, কর্তনকৃত গাছ আটক আছে, ঘটনা স্থলে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র, কর্তনকৃত গাছের কোনো কাঠ সেখানে নেই।

ঘটনাটি ঘটেছে, গত ১০ ফেব্রুয়ারী ২০২২ বৃহস্পতিবার অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাউলী গ্রামের আড়পাড়ায় বায়তুস সালাম জামে মসজিদের সামনে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, সিদ্ধিপাশা ইউনিয়নের ৮৭ নং নাউলী মৌজার ৬১৩৯ নং দাগে (সরকারি রাস্তার দাগ) রাস্তার পার্শ্বে সরকারি জমিতে মৃৃত উকিল গাজীর পুত্র হাকিম গাজীর রোপনকৃত সিরিষ গাছ ধীরে ধীরে বড় হয়েছে।

সম্প্রতি গাছের বিরুদ্ধে প্রতিবেশি মৃত ইউসুফ কাজীর ছেলে কাজী মিজানুর রহমান বাদী হয়ে অভয়নগর উপজেলার ভূমি অফিসের সহকারী ভূমি অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। কাজী মিজানুর রহমান জানিয়েছেন, সরকারি জায়গাতে গাছ হলেও সে ক্ষতিগ্রস্ত হওয়ার কারনে ভূমি অফিসে লিখিত অভিযোগ করেছিলেন।

এলাকাবাসী জানিয়েছেন, সরকার গাছ নিয়ে নিতে পারে বিধায় সুমন,নাহিত, রিপন ও হাকিম গাজীর নেতৃত্বে সরকারি জায়গার এ গাছ বিক্রয় হয়। হাকিম গাজী জানিয়েছেন, জমি সরকারি তবে গাছ তার লাগানো। সিদ্ধিপাশা ইউনিয়নের ভূমি অফিসের নায়েব প্রশান্ত কুমার রায়ের ব্যবহৃত 01782-148293 নং মোবাইলে গাছের বিষয়ে জানতে চাইলে তিনি জানালেন, গাছ কেটেছে সত্য এবং কর্তনকৃত গাছ আটকিয়ে দেওয়া হয়েছে। জমি মাপার পর গাছের মালিক নির্ধারন করা হবে, তিনি আরো জানালেন, প্রকৃত গাছের জায়গা সরকারি হলে গাছ কাটার অভিযোগে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিলাল মাহিনী
যশোর

RELATED ARTICLES

Most Popular