Wednesday, December 25, 2024
Homeশিক্ষাঙ্গনসরকারের ঘনিষ্ঠরা যেন কমিশনে সুযোগ না পায়: আসিফ নজরুল

সরকারের ঘনিষ্ঠরা যেন কমিশনে সুযোগ না পায়: আসিফ নজরুল

নবদূত রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল বলেছেন, ‘সার্চ কমিটি আমাদের আমন্ত্রণ জানিয়ে সকলের কথাই মন দিয়ে শুনেছেন। আমাদের সকলের একটা বিষয়েই জোড় ছিল যে, আগের কোন সরকারের বিশেষ সুবিধাভোগীরা যেন নতুন নির্বাচন কমিশনে সুযোগ না পায়।

বিশেষ সুবিধা বলতে, যারা বিভিন্ন সরকারের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বা সরাসরি সরকারের ঘনিষ্ঠ লোক বলে পরিচিত এমন কেউকে বোঝানো হয়েছে।


শনিবার (১২ ফেব্রুয়ারি) সজাল ১১টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে বিশিষ্টজনের সাথে বৈঠক করে সার্চ কমিটি। বৈঠক শেষে ড. আসিফ নজরুল সাংবাদিকদের এসব কথা বলেন।


বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এর আগ, দুপুর সকাল ১১টায় বিশিষ্টজনদের সঙ্গে প্রথম বৈঠক করে সার্চ কমিটি।

সার্চ কমিটির সদস্যদের মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে উপস্থিত আছেন।

RELATED ARTICLES

Most Popular