Thursday, January 23, 2025
Homeশিক্ষাঙ্গনডুয়েটে সিএসই বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের উদ্বোধন

ডুয়েটে সিএসই বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের উদ্বোধন

শিক্ষা ডেস্কঃ

গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের “অধৃষ্য১৭’র সমাপ্তিতে এবং “দুর্বার২০’র সূত্রপাত” শিরোনামে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও গ্র্যান্ড র‌্যালী সম্পন্ন হয়েছ।

আজ (৫ই মার্চ) শনিবার বেলা দশটায় শহীদ আহসান উল্লাহ মাষ্টার অডিটোরিয়ামের সামনে আকাশে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ডুয়েট সিএসই ২০তম ব্যাচের বরণ ও ১৭তম ব্যাচের বিদায় উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ ওবায়দুর রহমান। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিভাগের প্রবীণ অধ্যাপক ও আইআইসিটি চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবুল কাশেম, প্রফেসর ড. মমতাজ বেগম সহ বিভাগের অন্যান্য শিক্ষক কর্মকর্তাগণ।

উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী নবীন-প্রবীণ ও বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থীদের সমন্বয়ে গ্র্যান্ড র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালি টি অডিটোরিয়ামের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের সকল হল ও পুরাতন একাডেমিক ভবন প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে সমাপ্ত হয়।

উক্ত নবীন বরণ ও প্রবীণ বিদায় উপলক্ষে আজ বিকেল তিনটা থেকে শহীদ আহসান উল্লাহ মাষ্টার অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সিএসই ২০তম ব্যাচের বরণ ও ১৭তম ব্যাচের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হবে। সর্বশেষ সন্ধ্যা সাতটা থেকে সিএসই কালচারাল নাইট অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

Most Popular